এইচপির নতুন মনিটর বাজারে, এক মনিটরে ৩ টি পোর্ট ও এইচডি

সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে মনিটরের ধরন,ব্যবহার এবং যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। বাংলাদেশে এই প্রথম HP ব্র্যান্ডের P204 মডেলের ১৯.৫ ইঞ্চি মনিটরটিতে পাচ্ছেন একসাথে ৩টি পোর্টের সুবিধা, এই ধরনের সুবিধা আগে কোন মনিটিরে ছিল না। VGA,HDMI পোর্ট সহ থাকছে Display Port। এছাড়াও মনিটরটিতে ব্যবহৃত হয়েছে ১৬০০*৯০০ পিক্সেলের HD+ রেজুলেশন, এলইডি ব্যাকলিট এবং 250cd/m² ব্রাইটনেস, যদি আপনি উজ্জ্বল আলোতে বা দিনের বেলায় দীর্ঘ সময় মনিটর ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য আদর্শ হবে এই HP মনিটরটি। ৩ বছরের বিক্রয়োত্তর সেবা সহ সাশ্রয়ী মূল্যের এই মনিটরটি পাছেন আপনার নিকটস্থ হ্যালো কম্পিউটারে। বিস্তারিত জানতে বা অর্ডার করতে ফোন করুনঃ ০১৭১৯৩২২৫৩৩