গ্রাহক না কমলেও কমেছে ব্রডব্যান্ড ইন্টারনেট-ঘনত্ব
সে দেশে টেলিডেনসিটি সামান্য বাড়লেও দশমিক এক শতাংশ কমেছে ফ্রিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের প্রসার। জুলাইয়ে দেশে ভয়েস ও ইন্টারনেট গ্রাহক মিলিয়ে টেলিঘনত্ব ছিলো ১০৩ দশমিক ৭৪ শতাংশ। মাস ব্যবাধানে এই হারটা বেড়েছে দশমিক ৫ শতাংশ।
বিটিআরসি’র তথ্য অনুযায়ী, জুলাইয়ের টেলিঘনত্বের হার মোবাইল ইন্টারনেটে ৬৬ দশমিক ১৬ এবং ফ্রিক্সড ব্রডব্যান্ডে ছিলো ৫ দশমিক ৮৫ শতাংশ।
এক মাস আগে জুনে এই হার ছিলো ৬৪ দশমিক ৬৭ এবং ৫ দশমিক ৮৬ শতাংশ। ওই মাসে দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিলো ১২ কোটি ৯ লাখ ৫ হাজার। এর মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ছিলো ১১ কোটি ৯ লাখ।
তবে জুলাইয়ে এসে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখে। এর মধ্যে মোবাইল ইন্টারনেট ছিলো ১১ কোটি ৩৬ লাখ।
তবে ব্রডব্যান্ড গ্রাহকের সংখ্যা যথারীতি আগের মাসের মতোই ১ কোটি ৫০ হাজারের অংকে আটকে থেকেছে। কিন্তু কমেছে ইন্টারনেটের টেলিঘনত্ব।
অবশ্য মোবাইল ফোন ব্যবহারকারি ৫ লাখের কিছু বেড়ে পৌঁছেছে ১৭ কোটি ৬৯ লাখ ৪০ হাজারে। এরমধ্যে রবি নতুন করে ৩০ হাজার গ্রাহক হারালেও বাংলালিংককে টপকে রাষ্ট্রায়ত্ব অপারেটর টেলিটকের গ্রাহক বেড়েছে এক লাখ ১০ হাজার। শীর্ষ অপারেটর গ্রামীণফোনের গ্রাহক বেড়েছে সাড়ে চার লাখ। বাংলালিংকের বেড়েছে ১০ হাজার।